গোবিন্দগঞ্জে ভ্যান চালক হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০২:৩৪ PM, ২৭ জানুয়ারী ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্যান চালক হামিদুল ইসলাম নামের এক যুবককে হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (২৭ জানুয়ারী) এ বিষয়ে এক প্রেস ব্রিফিং করেন র‌্যাব- ১৩ এর অধিনায়ক লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, ভ্যান ছিনতাইয়ের জন্যই হামিদুল ইসলামকে হত্যা করে সাইদুর রহমান। পরে ওই ভ্যান বিক্রি করে সুন্দরগঞ্জে এক ব্যক্তির কাছে। এ ঘটনায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে মুল আসামী সাইদুর রহমান সহ তিনজনকে সুন্দরগঞ্জ উপজেলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরপর ছিনতাই হওয়া ভ্যানটিও উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের মাদারদহ গ্রামের মৃত আব্দুল রহমানের ছেলে সাইদুর রহমান (৩৬), সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের মৃত গোলে হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩২) এবং একই এলাকার মৃত আশরাফ ব্যাপারীর ছেলে হাসিফুল ব্যাপারী (৩৮)।

র‌্যাব আরও জানায়, হামিদুলকে হত্যা করে ব্যাটারী চালিত ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা। এরপর লাশ ডোবায় ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মমতা বেগম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তারকৃত আসামীদের বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত রোববার রাত আনুমানিক ৯টার দিকে হামিদুল ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয়। এরপর রাতে বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েও তার কোন সন্ধান মেলেনি।

পরের দিন বিকেল ৩টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের রাখালবুরুজ মিয়াপাড়া গ্রামে একটি ডোবা থেকে ভ্যান চালক হামিদুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বজনরা ওই লাশ হামিদুলের বলে সনাক্ত করে।

নিহত হামিদুল উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় সিংজানি গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে।

আপনার মতামত লিখুন :