গোবিন্দগঞ্জে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫৬ PM, ১৭ অক্টোবর ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টায় প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মো. মনোয়ার হোসেন চৌধুরী এ কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।

১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে কমপ্লেক্স ভবনটি নির্মাণ করা হয়। এলজিইডির অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করে। এছাড়া একইদিন সাপমারা ইউনিয়নের ফাঁসিতলা-কাইয়াগঞ্জ ৪৮ লাখ টাকা ব্যয়ে সাড়ে ৬শ’ মিটার রাস্তা ও গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া-পানিতলা সড়ক হতে পলাশী কোচমুড়ী ৩৮ লাখ টাকা ব্যয়ে ৫শ’ মিটার রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, এস এম আবেদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি সাপমারা ইউপি চেয়ারম্যান শাকিল আলম বুলবুল, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক চৌধুরী ও সুলতান মাহমুদ চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান, সাপমারা ইউনিয়ন আ.লীগ সভাপতি শামীম রেজা মন্টু, যুবলীগ নেতা মনিরুজ্জামান মিন্টু, উপজেলা আ.লীগ সদস্য সাবেক সাপমারা ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সরদার, সাপমারা ইউপি সদস্য সাবেক ছাত্রনেতা আলী আক্কাস সরকার, সাপমারা ইউনিয়ন শাখা কৃষক লীগের সভাপতি আজিবর রহমান ও এমপির পি.এ মো. খায়রুল আলমসহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন :