গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সাইদ- এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি মোবাইল ফোনে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আলহাজ্ব মনোয়ার হোসেন চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল জুয়েল ও প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী প্রমুখ।
এসময় সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

