গোবিন্দগঞ্জে আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪২ AM, ৩১ অক্টোবর ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগুনে পুড়ে নুরজাহান বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম ওই গ্রামের ইউনুস আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, শনিবার রাতে ইউনুস আলীর গোয়াল ঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তে তা পুরো বাড়ীতে ছড়িয়ে পড়ে। এসময় গৃহবধূ নুরজাহান বেগম গোয়াল ঘরে থাকা গুরু উদ্ধার করতে গেলে তার শরীরে আগুন লাগে। আগুন লাগা অবস্থায় ঘরের বাহিরে বের হলে স্থানীয়রা আগুন নিভে তাকে দ্রুত রংপুর শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান আগুনে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে রওনা দেন। ততক্ষণে আগুনে গরুসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। পরে আগুন নিভে যাওয়া খবরে ফেরত আসে ফায়ার সার্ভিসের টিম।

আপনার মতামত লিখুন :