গোবিন্দগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবন্ধার গোবিন্দগঞ্জে যথাযগ্য মর্যাদায় শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে।
গতকাল সোমবার (১৮ অক্টোবর) সকালে শেখ রাসেলের মুরালে পুষ্পস্তবক প্রদান, কেক কর্তন, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন, প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকেীশরী মনোয়ার হোসেন চেীধুরী। এতে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আতাউর রহমান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডল ও কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য ও উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক কেএম জাহাঙ্গীর খন্দকার প্রমুখ। সভায় আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

