গোবিন্দগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোভ্যান চালক নিহত
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শাহ আলম (৪৫) নামের এক অটোভ্যান চালক নিহত হয়েছেন।
ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার জুম্মারঘর তিনমাথা নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। নিহত শাহ আলম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামের মৃত দারাজ উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহ আলম অটোভ্যানে করে দু’জন যাত্রী নিয়ে ঢাকা-রংপুর মহাসড়ক হয়ে কালিতলা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জুম্মারঘর তিনমাথা নামকস্থানে রংপুর থেকে আসা বগুড়াগামী একটি অ্যাম্বুলেন্স ভ্যানটিকে স্বজোরে ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই শাহ আলম নিহত হন। গুরুতর আহত হন ভ্যানের অপর দুই যাত্রী। এলাকাবাসী আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
আহতরা হলেন- একই গ্রামের শারাব আলীর ছেলে ইদু মিয়া ও সাইদুল মিয়ার ছেলে বাবু মিয়া।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, এলাকার লোকজন এ বিষয়ে সঠিক বলতে পারছেনা। নিহত শাহ আলম পথচারি ছিলেন।

