গোবিন্দগঞ্জে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযানে ট্রাক্টর আটক!! প্রতিবাদে সড়ক অবরোধ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৩ PM, ২০ সেপ্টেম্বর ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে অভিযান চালিয়েছে। এ সময় বালু পরিবহনের কাজে ব্যবহৃত ৪টি ট্রাক্টর আটকের পর ভাংচুর করেছে বলে অভিযোগ করেছে ট্রাক্টর মালিক ও শ্রমিকদের।

এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ট্রাক্টর শ্রমিক, মালিক ও বালু ব্যবসায়ীরা গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে।

আজ মঙ্গলবার এ অভিযানের প্রতিবাদে বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার কাটামোড় এলাকায় সড়ক অবরোধ করলে সড়কে দুপাশে শতাধিক যানবাহন আটকে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

এলাকার লোকজন জানান, উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর উত্তরপাড়া গ্রামে অবৈধভাবে করতোয়া নদী থেকে বালু উত্তোলণ বন্ধে অভিযানে যায় গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন-শফিক এর নেতৃত্বে একটি দল।

এ সময় বালু ব্যবসায়ী ও পরিবহণের কাজে নিয়োজিত শ্রমিকরা পালিয়ে যান। কাউকে না পেয়ে বালু পরিবহনের কাজে ব্যবহৃত ৪টি ট্রাক্টর আটক করে।

প্রশাসন চলে গেলে বিক্ষুব্ধ শ্রমিক, মালিক ও বালু ব্যবসায়ীরা গোবিন্দগঞ্জ- দিনাজপুর সড়কের কাটামোড় নামকস্থানে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে।

সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৩ঘন্টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে তারা।

এদিকে, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফ হোসেন সাংবাদিকদের জানান, বেলা ২টার দিকে অবৈধ বালু উত্তোলনের এই পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে কাউকে না পাওয়ায় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শ্যালো মেশিন, পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ভেঙ্গে ধ্বংস করা হয়।

ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়নি। অভিযানের বিষয়টি তখনই জেলা প্রশাসনকে জানানো হয়েছে। সেখান থেকে চলে আসার অনেক পরে ট্রাক্টরে আগুন দেয়ার ঘটনা কিভাবে ঘটেছে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন :