গোবিন্দগঞ্জে অবৈধবালু উত্তোলন ও বিপনন বন্ধের দাবীতে বিক্ষোভ, সড়ক অবরোধ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া (কাটাখালী) নদী থেকে অবৈধবালু উত্তোলন ও বিপনন বন্ধের দাবীতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গোবিন্দগঞ্জ সচেতন নাগরিক মহল ও ভুক্তভোগি এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (১১ মে) বেলা পৌনে বারোটা থেকে পৌরশহরের থানা চারমাথায় ঘন্টাব্যাপি ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এসময় মহাসড়কে সকল যান চলাচল বন্ধ থাকে।
গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লার সভাপতিত্বে অবরোধচলাকালে বক্তব্য রাখেন, কমিউনিষ্ট পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের জেলা শাখার আহবায়ক মোয়াজ্জেম হোসেন, ওর্য়াকার্স পার্টি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুব ইউনিয়ন উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিজান, সাপমারা ইউপি সদস্য আলী আক্কাছ ও ভুক্তভোগি এলাকার শহিদুল ইসলাম, আব্দুল লতিফ, মিনহাজ উদ্দিন সহ আরো অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। যত্রতত্র অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে প্রতিনিয়তই উপজেলার বিভিন্ন এলাকার বসতবাড়ি, আবাদি জমি সহ বিভিন্নস্থাপনা নদীতে বিলিন হচ্ছে। ওই বালুখেকো চক্রটি নদীর চরকেটে এবং নদী তীরবর্তী ফসলি জমির মাটি ক্রয় করে তা চড়ামূল্যে বিক্রি করে আসছে। প্রতিদিন তারা হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন ও বিপনন করে আসছে। বালু পরিবহনের কারণে গ্রামীণ রাস্তা খানা-খন্দের সৃষ্টি হচ্ছে। আবার নদীরক্ষা বাঁধ দেবে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ফলে গোটা উপজেলা হুমকির মুখে পড়েছে।
বক্তারা আরও বলেন, দিনে-দুপুরে প্রশাসনের নাকের ডগায় বালু উত্তোলন এবং পরিবহন করা হলেও তাদের নজরে পড়েনা। অভিযোগের ভিত্তিতে মাঝে মধ্যে প্রশাসন লোক দেখানো অভিযান করে থাকেন।
বক্তারা বলেন, বালুর প্রয়োজন হলে বালুমহাল করা যেতে পারে। তাছাড়া বিভিন্ন এলাকায় নদীতে চর রয়েছে সেগুলো ড্রেজিং করে উন্নয়নের কাজে লাগাতে পারে। প্রশাসন তা না করে বালুদস্যুদের অবৈধভাবে তোলার সুযোগ দিয়ে আসছেন। বালুমহাল করা হলে একদিকে যেমন সরকারের রাজস্ব আসবে অন্যদিকে উন্নয়ন অব্যাহত থাকবে। বালু উত্তোলন ও বিপনন বন্ধে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ঈদ পরবর্তীতে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে বলে মানববন্ধন থেকে ঘোষণা দেওয়া হয়।

