গোবিন্দগঞ্জে অপহৃত কিশোরী গাজীপুরে উদ্ধার, আটক ৩
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত এক কিশোরীকে গাজীপুরের কালিয়াকৈরের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারী) ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের ঘটনায় জড়িত ৩জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো- উপজেলার কামদিয়া ইউনিয়নের বড়গাঁও গ্রামের মো. টুনকুর ছেলে পবন, রশিকনগর তালতলী গ্রামের মো. রুপচানের ছেলে সাদ্দাম ও শাকপালা গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে রাকিব।
গোবিন্দগঞ্জ থানাধীন বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মিলন চ্যাটার্জী বিষয়টি নিশ্চিত করেন। মিলন চ্যাটার্জী বলেন, গত ২৯ ফেব্রুয়ারী ওই কিশোরীকে তার বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ করেন।
এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। অপহরণের ঘটনায় ৩জনকে আটক করে পুলিশ। তিনি আরও বলেন, ওই কিশোরীকে অপহরণের পর বাসায় আটকে রেখে ধর্ষণ করা হয়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

