গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পাতা খেলা
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।
হরিপুর পাঠানপাড়া সততা স্পোটিং ক্লাবের আয়োজনে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ খেলা অনুষ্ঠিত হয়।
আধুনিকতার ভিড়ে হারিয়ে যাওয়া এই পাতা খেলার আয়োজন করায় খুশি দর্শকরা।
উক্ত পাতা খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা জেলা বিএপির তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিষয়ক সম্পাদক তানসেন আহম্মেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সহসভাপতি শাহ নেওয়াজ পল্লব, বিপিএড কলেজ কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা জাসাসের আহব্বায়ক মোস্তাফিজুর রহমান মুন্নাফ, পৌর জাসাসের সদস্য সচিব শামিম সরকার, জেলা ছাত্রদলের আপ্রায়ন বিষায়ক সম্পাদক হোসাইন আহম্মেদ সজিব, জেলা ছাত্রদলে ত্রাণ ও দূর্যোগ বিষায়ক সম্পাদক আতিক হাসান সজিব, গোবিন্দগঞ্জ সরকারী কলেজ শাখার আহব্বায়ক, মাহামুদ পাঠান বিপল, পৌর ছাত্রদলের সদস্য সচিব, আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আমিনুল ইসলাম আপেল, উপজেলা জাসাসের যুগ্ম আহব্বায়ক শাকিল পাঠান, পৌর ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আরাফাত হোসেন লিয়ন, পৌর ৯নং ওয়ার্উ ছাত্রদলের সভাপতি, ছানোয়ার হোসেন ছানা, থানা ছাত্রদল নেতা, আরাফাত রাসুল রানা, কলেজ ছাত্রদল নেতা রুম্মান ও ফেরদাউস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত পাতা খেলায় নিজ নিজ দক্ষতা দেখিয়ে দর্শকদের মুগ্ধ করেন তান্ত্রিকরা।

