গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাখালবুরুজ ইউনিয়নের ৫নং ওয়ার্ড দরগা পাড়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী শফিকুল ইসলামের বাড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবারের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে আজ রোববার সকালে নগদ অর্থ,শীতবস্ত্র ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথি হিসাবে এসব বিতরণ ও ঘটনাস্থল পরিদর্শন করেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম আব্দুল্লাহবিন শফিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাকিলা বেগম,রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউকসহ ইউপি সদস্য বৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শনিবার রাতে রাখালবুরুজ ইউনিয়নের ৫নং ওয়ার্ড দরগা পাড়া গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী শফিকুল ইসলামের বাড়ি অগ্নিকান্ডে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

