গোবিন্দগঞ্জে অগ্নিকান্ডে গবাদি পশুসহ বসতবাড়ি ভস্মীভূত 

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:১৫ PM, ০৭ সেপ্টেম্বর ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে মঙ্গলবার দিবাগত রাতে বসতবাড়িতে অগ্নিকান্ডে গবাদি পশু সহ ও মালামাল ভষ্মিভুত হয়েছে। এতে প্রায় চার লক্ষাধিক টাকার ক্ষয় হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, উপজেলার মহিমাগঞ্জ শ্রীপতিপুর ঘোষপাড়া গ্রামের রংপুর চিনিকলের সাবেক কর্মচারী আব্দুল বাকী সরকারের বাড়িতে আকষ্মিকভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।

এসময় আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। সেইসাথে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি বাছুর সহ দুইটি গরু এবং আসবাবপত্র সহ দুইটি ঘর ভষ্মিভূত হয়।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ আরিফ আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

আপনার মতামত লিখুন :