গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৫ নং সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামে মালয়েশিয়া প্রবাসী অধিকার পরিষদের অর্থায়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছালজার রহমানকে নগদ আর্থিক সহযোগিতা করা হয়েছে।
রোববার (২৮) নভেম্বর বিকেলে ছালজার রহমানের বাড়িতে গিয়ে এ অনুদান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এনামুল হক। এতে অন্যান্যের মাঝে ছাত্র অধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক স্বপন শেখ, আবদুল মালেক, আবু তাহের, সৈকত, রুহুল আমীন রতন সহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে ঘর, ঘরের আসবাবপত্র সহ গবাদিপশু পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়।

