গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ী ভস্মীভূত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৫ AM, ২২ মে ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ী ভস্মীভূত হয়ে গেছে। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের গন্ধববাড়ী গ্রামের বদিউজ্জামানের বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিন রুমে থাকা আসবাবপত্র ও দোকানের মালামাল সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীরা জানান। তবে কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত দেড়টার দিকে হঠাৎ বদিউজ্জামানের বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় বাড়ীর সবাই ঘুমাচ্ছিল। প্রতিবেশিরা বাড়ীতে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার করে। ডাক চিৎকারে গ্রামের লোকজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টাব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা আসবাবপত্র ও দোকানের মালামাল সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।

বাড়ীর মালিক বদিউজ্জামান বলেন, আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। প্রতিবেশিরা বাড়ীতে আগুন দেখে আমাদেরকে ঘুম থেকে ডেকে তোলেন। আমরা পরিবারের সবাই শুধুমাত্র পড়নের কাপড় ছাড়া কিছুই নিতে পারিনি। আগুনে আমাদের সব পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ঘরে সেলাই মেশিন, ফ্রিজ, স্বর্ণ সহ বিভিন্ন আসবাবপত্র ছিল। খেয়ে বেঁচে থাকার মত কোন সম্বল আমাদের নেই।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট ইনচার্জ মতিয়ার রহমান জানান, রাত পৌঁনে ২টার দিকে আমরা অগ্নিকা-ের খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপির চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে ২ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমান আরও বেশি হতে পারে।

এদিকে, খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ শনিবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ী পরিদর্শন করেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ঢেউটিন সহ আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন :