গোবিন্দগঞ্জের সূর্য সন্তান বীর উত্তম বদিউল আলম আর নেই

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৫০ PM, ২৮ জুন ২০২১

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সূর্য সন্তান জেলার একমাত্র খেতাবপ্রাপ্ত বীর উত্তম বদিউল আলম করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন (ইন্না….রাজিউন)।

সোমবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন কন্যা ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বীর উত্তমের নাতি সরকারের উপ-সচিব আল আমিন সরকার বিষয়টি নিশ্চিত করেন।

গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে জন্মগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তম। মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হলে ফ্রান্স থেকে এসে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। যুদ্ধকালীন সময় আরও সাত জনকে সাথে নিয়ে গড়ে তোলেন দেশের প্রথম নৌ কমান্ড। যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত হন। তিনি গাইবান্ধা জেলার একমাত্র বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।
মরহুম বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম বীর উত্তমের জানাযার নামাজ আজ সোমবার ঢাকার মিরপুর সাড়ে ১১ (পল্লবী) পলাশনগরে অনুষ্ঠিত হবে। পরে সেখানে তাকে দাফন করা হবে। এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে গোবিন্দগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।

প্রসঙ্গত, এই সূর্য সন্তান ১৯৬৪ সালের ১৫ ডিসেম্বর নৌবাহিনীতে যোগ দেন। কর্মরত থাকা অবস্থায় তিনি ১৯৬৭-৬৮ সালে তুরস্কে প্রশিক্ষণ নিয়েছিলেন। ১৯৬৯ সালে পাকিস্থান নৌবাহিনীর ৫৭ জন নৌ-কর্মকর্তা ও নাবিবকে উচ্চতর প্রশিক্ষণের জন্য ফ্রান্সে পাঠানো হয়। সেখান থেকে তিনি পালিয়ে এসে বাংলাদেশে ১৯৭১ এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

এদিকে বীর উত্তম বদিউল আলমের মৃত্যুতে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :