গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে পালিত হলো বিশ্ব মানবাধিকার দিবস
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারপুর শ্যামল, মঙ্গল, রমেশ স্মৃতি বিদ্যা নিকেতন মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্টের (এএলআরডি) সহযোগিতায় দিবসটি বাস্তবায়ন করে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধর সংগ্রাম কমিটি।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধর সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সভাপতি কমরেড তাজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এনডিএফ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার ইউনিট ম্যানেজার লক্ষণ চন্দ্র মোহন্ত।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য দেন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহসাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, কোষাধ্যক্ষ গণেশ মুরমু ও প্রচার সম্পাদক রাফায়েল হাজদা প্রমুখ।
বক্তারা বলেন, মানুষের ৬টি মৌলিক অধিকার রয়েছে। স্বাধীন দেশে এ অধিকার আমরা কতটুকু পেয়েছি। সব থেকে পিছিয়ে রয়েছে সাঁওতাল সম্প্রদায়ের লোকজন। দেশ স্বাধীনে সাঁওতালদের অনেক ভূমিকা ছিল। তারা তীঁর ধনুক নিয়ে রংপুর আর্মি ক্যাম্পে আক্রমণ করেছিল। অথচ তাদের সে চোখে দেখা হয়না। আমাদের ওপর অনেক অন্যায়-অত্যাচার হয়েছে। মুখে মানবাধিকারের কথা বলা হয়েলেও আমাদের ঠকানো হচ্ছে। আমরা এ দেশেরই সন্তান। আমাদের বেঁচে থাকার অধিকার দিন। আমরা মানুষের ৬টি মৌলিক অধিকার রয়েছে তার বাস্তবায়ন চাই।

