গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীর ৪০০ পরিবার পেল কম্বল

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪২ PM, ২৯ ডিসেম্বর ২০২৪

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীর ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়াল এর উদ্যোগে শনিবার উপজেলার জয়পুরপাড়া সাঁওতালপল্লীতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বিএসআরএমের উত্তরাঞ্চল কর্মকর্তা লায়ন্স মোস্তাফিজুর রহমান, বিএসআরএমের গাইবান্ধা জেলা কর্মকর্তা লায়ন্স আসাদুজ্জামান নুর, লায়ন্স মির্জা আহসানুল হক দুলাল, লায়ন্স একরাম হোসেন, লায়ন্স মাসুদ তালুকদার, লায়ন্স হাসনাথ জাহান, লায়ন্স মাহমুদুল হাসান পিন্টু ও রাস্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন্স ছামিউল আলম রাসু প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানুষকে দেওয়ার মধ্যেও অনেক তৃপ্তি আছে। আমাদের দেশে অনেক ধনবান ব্যক্তি আছে কিন্তু গরীবকে না দিয়ে বিলাশীতা করে অর্থ নষ্ট করে দেন। তারা যদি অসহায় দরিদ্রদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে শীতে এ পরিবারগুলোর ভাল থাকে। এসব অসহায় মানুষের মাঝে কিছু দিতে পেরে খুব ভালো লাগছে। ভবিষ্যতে যেন এভাবে তাদের পাশে দাঁড়াতে পারি।

আপনার মতামত লিখুন :