গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লির ৬৮ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লির ৬৮ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
কাপেং ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার দুপুরে সাঁওতালপল্লির রমেশ, শ্যামল, মঙ্গল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকে, কাপেং ফাউন্ডেশন কো অর্ডিনেটর খোকন সুইটেন মুরমু ও সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম সহ আরও অনেকে। এসময় সাঁওতালপল্লির ৬৮টি পরিবারের মাঝে চাল, ডাল, সাবান সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

