গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে বড়দিন উ‌‌‌দযাপন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০১:২৬ PM, ২৫ ডিসেম্বর ২০২০

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে বড়দিন উদযাপন করা হয়েছে। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্যবিধি মেনে পল্লীর শ্যামল, মঙ্গল, রমেশ স্মৃতিবিদ্যা নিকেতন প্রাঙ্গনে বড়দিন উদযাপিত হয়।

এ উপলক্ষে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্র্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পালক প্রধান আদমপুর সার্কেল (বাগদা) লুথারেন চার্চ রেভা নরেশ হাজদা।

এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি তাহমিদুর রহমান তাহমিদ চৌধুরী, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, কোষাধ্যক্ষ গনেশ মুরমু ও দপ্তর সম্পাদক রাফায়েল হাজদা প্রমুখ। শেষে কেক কর্তন ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন :