গোবিন্দগঞ্জের শাহজাহান আলী প্রধানের”স্মরণ সভা”
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম শাহজাহান আলী প্রধানের ৪র্থতম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যােগে শনিবার বিকেলে সাহেবগঞ্জ হাইস্কুল মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন. বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি কমরেড তাজুল ইসলাম, রাষ্ট্রসংস্কার আন্দোলনের সমন্বয়ক ও বাংলাদেশ ভুমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য লায়ন মোঃ ছামিউল আলম রাসু, বাংলাদেশ যুব ইউনিয়ন গোবিন্দগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম মিজান, ৫ নং সাপমারা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রেসক্লাব সেক্রেটারি সাংবাদিক মোঃ এনামুল হক ও সংগ্রাম কমিটির সভাপতি বার্নাবাস টুডু সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

