গোবিন্দগঞ্জের পলাতক আসামী গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাধীন বৈরাগীরহাট পুলিশের বিশেষ অভিযানে পলাতক আসামি রবিউল ইসলামকে গাজীপুর কালিয়াকৈর থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জীর নেতৃত্বে এসআই সেকেন্দার আলী এবং এএসআই তরুন সহ অভিযান চালিয়ে জিআর ২৫৩/২০১১ (গোবিঃ) দ্রুতবিচার ০৭/১১ মূলে ০২ বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবৎ পলাতক থাকা আসামী রবিউল ইসলাম (৩৮) পিতা – মৃত নয়া মিয়া আয়েজ উদ্দিন, সাং- রাজস চকার, থানা- গোবিন্দগঞ্জে দীর্ঘ প্রচেষ্টার পর আজ (২২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হইতেছে।
বিষয়টি নিশ্চিত করেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন।

