গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ছাত্র ইউনিয়নের সম্মেলন
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
‘আমাদের অবিরাম শ্রমে আর ফসলে ফোটাবোই স্বদেশের মুখে গান’ শীর্ষক শ্লোগানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ২য় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১লা মে) বিকাল তিনটায় ধর্মপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় পরিষদের সাবেক সদস্য ও লালমণিহাট জেলা সংসদের সাবেক সভাপতি নবীন্দ্র নাথ রায়।
ছাত্র ইউনিয়ন রাখালবুরুজ আঞ্চলিক সংসদের বিদায়ী কমিটির আহ্বায়ক পলাশ দেবনাথের সভাপতিত্বে ও ছাত্র নেতা মাহফুজ মন্ডল উজ্জ্বলের পরিচালনায় উদ্বোধনী সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সংসদের সদস্য তাহমীদ চৌধুরী, জাতীয় পরিষদের সদস্য ও জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা, সাংগঠনিক সম্পাদক আবীর হাসান জীবন ও প্রমুখ।
সম্মেলন থেকে বক্তারা মহান মে দিবসের ইতিহাস ও তাৎপর্য উল্লেখ করার পাশাপাশি শিক্ষাখাতে বাজেটের ২৫শতাংশ এবং জাতীয় আয়ের ৮ভাগ বরাদ্দ, করোনা কালিন সময়ে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ঝড়ে পড়া শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফেরাতে তালিকা করে রাষ্ট্রীয় ভাবে বৃত্তি প্রদান, সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাশ নিশ্চিত, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের জন্য ‘স্কুল লাঞ্চ ‘ ব্যবস্থা চালু, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি করার লক্ষে দেশি-বিদেশি কর্পোরেট কোম্পানিগুলোর লভ্যাংশের উপর সারচার্জ আরোপের দাবি জানান।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে শিহাব সরকারকে সভাপতি, মাহফুজ মন্ডল উজ্জ্বলকে সাধারণ সম্পাদক ও ফারজানা আক্তার পাপিয়াকে সাংগঠনিকসম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ২য় রাখালবুরুজ আঞ্চলিক সংসদ গঠিত হয়।
কমিটির অন্যান্যরা হলেন : সহসভাপতি আরিফ আকন্দ, কোষাধ্যক্ষ, সাজাদুল ইসলাম, দপ্তর সম্পাদক রাকিব মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন সরকার, শিক্ষা ও গবেষণা সম্পাদক সিহাব মন্ডল, ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ সরকার, সদস্য পলাশ দেবনাথ তুষার।
নবনির্বাচিতদের সাংগঠনিক শপথ বাক্য পাঠ করান জাতীয় পরিষদের সদস্য ও গাইবান্ধা জেলা সংসদের সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান।

