গোবিন্দগঞ্জে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৯ PM, ১৮ অক্টোবর ২০২২

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী, আলোচনা সভা, দোয়া, কেককর্তন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে র‍্যালী ও হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথী হিসাবে কেক কর্তন ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষঅতিথির রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান।

উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ ও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :