গোবিন্দগঞ্জে কৃষি প্রণোদনার আও‌তায় ১৫ হাজার কৃষক

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:৫৬ PM, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

Spread the love

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলতি রবি মৌসুমে বিনামূল্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলায় ১৫ হাজার ৮৬৫ জন কুষকের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়।

কৃষি বিভাগ জানায়, ১৫ হাজার ৮৬৫ জন কুষকের মধ্যে ১৫০০ জন কৃষককে বিঘা প্রতি ২০ কেজি গম বীজ সঙ্গে ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি। ৮৭০ জনকে ভুট্টা বীজ ২ কেজি, ডিএপি ২০ কেজি, এমওপি ১০ কেজি। ৪ হাজার কৃষককে সরিষা ১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি। ১০০ জনকে চিনা বাদাম ১০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি। ৮৫ জনকে সূর্যমুখী ১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি। ৩০ জনকে পেঁয়াজ ১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি। ৩০ জনকে মসুর ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি। ৩০ জনকে মুগ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ৫ কেজি ও ২০ জনকে ৮ কেজি সয়াবিন, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি সার বিতরণ করা হয়েছে। এছাড়া ৫ হাজার ৪০০ জনকে উফশী বোরো ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি ও ৩ হাজার ৮০০ জনকে ২ কেজি হাইব্রিড ধান বীজ সহায়তা করা হয়।

উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট গ্রামের কৃষক আঃ গফুর বলেন, কৃষি কাজই আমাদের একমাত্র ভরসা। কৃষিপণ্য উৎপাদন করতে কৃষককে যেভাবে শ্রম দিতে হয়। সেই তুলনায় কৃষিপণ্য বিক্রি করে তেমন লাভবান হওয়া যায় না। বিনামূল্যে সরকারি কৃষি প্রণোদনা গম বীজ পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

পৌরশহরের কৃষক শ্রী উদয় কুমার সরকার ও রানা মিয়া বলেন, পতিত জমিসহ কৃষকরা এবারে রবি শস্যর মধ্যে অন্যান্য বছরের তুলনায় উপজেলায় বেশি সরিষার আবাদ করেছে। যেহেতু নিত্যপণ্যের মধ্যে তেলটা অন্যতম। আমরা বিনামূল্যে বীজ পেয়ে উপকৃত হয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ জানান, উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভার ১৫ হাজার ৮৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বিনামূল্যে সরকারি কৃষি প্রণোদনা পেয়ে কৃষকের মাঝে ফসল উৎপাদনের আগ্রহ বেড়েছে। বর্তমানে এ উপজেলায় পতিত জমি নেই বললেই চলে। এই কৃষি প্রণোদনা চাহিদার তুলনায় অপ্রতুল। উপজেলায় মোট ৭ লক্ষাধিক জনসংখ্যার মধ্যে কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত ২ লক্ষাধিক কৃষি পরিবার। তবে কৃষি প্রণোদনা বৃদ্ধির লক্ষে কৃষি বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

আপনার মতামত লিখুন :