গোবিন্দগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১০ PM, ১৩ জুন ২০২২

Spread the love
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষা ২০২২ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (১৩ জুন) দুপুর ১২ টায় স্কুল চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের বিদায়ী সম্ভাষণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চলতি বছর স্বনামধন্য এ প্রতিষ্ঠানের মানবিক শাখা থেকে ৬০ জন এবং বিজ্ঞান শাখা থেকে ১১৩ জন সহ মোট ১৭৩ জন এসএসসি-২০২২ পরীক্ষায় অংশগ্রহণ করবে।
বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মো. আতাউর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেন।
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) মো. তুহিন হোসেন, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন আকন্দ, সাবেক প্রধান শিক্ষক আ. রশিদ সরকার ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামণ্ডলী।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী অভিভাষণ পাঠ করেন লাম ইয়া বিনতে কবির এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী মানপত্র পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী আর্থী।
শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন :