গেট খোলা রেখে ঘুম; অকালে ঝড়ে গেল ১১ প্রাণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৫১ PM, ১৯ ডিসেম্বর ২০২০

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

রেলগেট খোলা রেখে ঘুমাচ্ছিলেন গেটম্যান, জয়পুরহাটে ট্রেন- বাসের সংঘর্ষে প্রাণ হারালেন ১১জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ (১৯ ডিসেম্বর) সকাল পৌঁনে সাতটার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় রেল ক্রসিংটির গেট খোলা ছিল এবং সংশ্লিষ্ট গেটম্যান ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার বাসটি দুমড়ে- মুচড়ে যায়।

দুর্ঘটনায় নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করছেন জয়পুরহাটের পুলিশ সুপার মো. সালাম কবির ও সদর থানার পরিদর্শক (অপারেশন) সারোয়ার হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। জয়পুরহাট থেকে পাঁচবিবির দিকে যাচ্ছিল বাসটি। পথিমধ্যে বাসটি পুরানাপৈল রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটিও সেখানে পৌঁছে।

এ সংঘর্ষে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। নিহত ব্যক্তিরা সকলেই বাসের যাত্রী। পাঁচজনকে উদ্ধার করে স্থানীয়রা জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করে। হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ জানায়, দুর্ঘটনার আগে রেলক্রসিংটির গেট খোলা ছিল। এসময় গেটম্যান ঘুমাচ্ছিল।

আপনার মতামত লিখুন :