গাজী আতাউর রহমান কে সংবর্ধনা
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি;
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুহতারাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট ইসলামী রাজনীতিবিদ মাওলানা গাজী আতাউর রহমান ছাহেবকে আজকে আনুষ্টানিক ভাবে এক সংবর্ধনা প্রদান করা হয়।
আসন্ন গাজীপুর সিটি নির্বাচনের মেয়র পদে হযরত পীর সাহেব চরমোনাই দা.বা. কর্তৃক মনোনীত হওয়ায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগর সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা ইউনুছ ঢালী, সহ সভাপতি মাওলানা আজহারুল ইসলাম আজমী, সাধারণ সম্পাদক মুফতি বাছিরউদ্দীন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মুফতি মঈনুদ্দীন খান তানভীর, মুফতি রফিকুল ইসলাম আশরাফী, মাওলানা নোমান আল হোসাইনী, মাওলানা ইমরান হুসাইন, মাওলানা আনিসুর রহমানসহ নগর দায়িত্বশীলবৃন্দ।
এ সময় উপস্তিত সবাই তার সফলতার জন্য দোয়া করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ হযরত শায়খে চরমোনাই দা.বা. এর সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং সমকালীন প্রেক্ষাপঠ নিয়ে মন খুলে কথাবার্তা বলেন।

