গাজীপুরে হিজড়াকে ছুরিকাঘাতে হত্যা
ডিবিসি প্রতিবেদক;
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে খালেক হোসেন (৩৫) নামের এক হিজড়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর চান্দনা উচ্চ বিদ্যালয়ের পাশে একটি গলিতে এক হিজরার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, কোনও কিছুর বিরোধ নিয়ে প্রতিপক্ষ তাকে ছুরিকাঘাতে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, ওই হিজড়া গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা উঠাত। তাকে কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে তদন্ত চলছে।

