গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৮ AM, ১১ জানুয়ারী ২০২১

Spread the love

ডিবিসি প্রতিবেদক;

গাজীপুরে বাসার রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে ‌‌‌‌‌‌‌দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন।

সোমবার (১১জানুয়ারী) ভোরে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রান্না করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালাতে গেলে আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের সুন্দইল গ্রামের মিলন মিয়া (৪০), তার স্ত্রী মুন্নি বেগম (৩০) এবং একই এলাকার আশরাফের ছেলে ফরহাদ হোসেন (৩৮)। অপরজন, গাইবান্ধার জগন্নাথপুরের পলাশবাড়ী গ্রামের উসমান গনির ছেলে আব্দুল আউয়াল।

কালিয়াকৈরের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

আপনার মতামত লিখুন :