গাছের নিচে চাপা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৬ AM, ২৯ ডিসেম্বর ২০২১

Spread the love

জয়পুরহাট প্রতিনিধি;

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামে গাছের নিচে চাপা পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকালে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ারর শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের আবু ছায়েমের দুই ছেলে মোসাদ্দেকুল (৫) ও মোস্তাফিজুর রহমান (১১) ।

নিহতদের বাবা আবু ছায়েম বলেন, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে বাড়ির পাশে জমির ধারে কয়েকজন শ্রমিক গাছ কাটছিলেন। এসময় আমার দুই ছেলে মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে ওই গাছের নিচ দিয়ে আসছিলো। হঠাৎ গাছের গোড়া উপড়ে তাদের উপর পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে দুজনেই আহত হন। পরে তাদের উদ্ধার করে বগুড়ারর শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :