গাছকাটা মামলায় ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে গাছকাটা মামলায় উপজেলার ২নং হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও ইউপি সদস্য পল্লব মিয়া সহ ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে পুলিশ।
দাখিলকৃত চার্জশিটে বলা হয়েছে, উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নে বিভিন্ন মৌজার স্থানীয় লোকজন সরকারি রাস্তায় প্রায় ৮/৯ বছর আগে ইউক্লিপটার্স গাছ রোপন করে। স্থানীয়রা তাদের রোপনকৃত গাছ দীর্ঘদিন ধরে পরিচর্যা করে আসছিলেন।
এরপর ২০১৬ সালে ইউপি নির্বাচনে ২নং হোসেনপুর ইউপি নির্বাচনে অংশ নিয়ে তৌফিকুল আমিন মন্ডল টিটু চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ২০১৮ সালে ১ জুলাই হতে ২০১৮ সালের ২৫ অক্টোবরের মধ্যে ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডলের নির্দেশে বিনা অনুমতিতে (টেন্ডার ছাড়াই) স্থানীয়দের রোপনকৃত প্রায় ১৭৩৮টি গাছ বিক্রি করা হয়। তাছাড়া গাছ বিক্রিকৃত ৬৯ লাখ ৫২ হাজার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু।
পরবর্তীতে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন ঘটনা সংক্রান্ত বিশদভাবে সরেজমিনে তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর ২নং হোসেনপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হুমায়ন কবীর বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে পলাশবাড়ী থানায় গত ২০২০ সালের ১০ মার্চ জি.আর ৫৫/২০ নং মামলা করেন।
এর প্রেক্ষিতে পুলিশ দীর্ঘ সময় তদন্ত শেষে ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও ইউপি সদস্য পল্লব মিয়াসহ ৬ জনকে অভিযুক্ত করে গত ১০ মে, ২০২১ তারিখে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে পুলিশ।
উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় মামলা হওয়ায় ২নং হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ও ইউপি সদস্য পল্লব মিয়াসহ অভিযুক্ত ৫ জন নিম্ন আদালতে আত্মসমার্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এরপর সকল আসামী জামিনে বেরিয়ে আসে।

