গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (৪১৫) কার্যকরি পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারী) বিকেলে পৌরশহরের পান্থাপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মালেক (শাহীন) এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, অত্র সংগঠনের সভাপতি আবু নাইম সরদার, কার্যকরি সভাপতি শ্রী বিশ্বজিৎ কুমার (বিষু), সহসভাপতি মো. হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন ও দপ্তর সম্পাদক মো. আজমল হোসেন প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন শাখার সভাপতি/সম্পাদক সহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের গতিশীলতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

