গাইবান্ধা জেলা বারের জাতীয় শোক দিবস পালন
গাইবান্ধা প্রতিনিধি;
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের নিহতজনদের স্মরণে গাইবান্ধা বার এসোসিয়েশন ও প্রসিকিউশনের যৌথ আয়োজনে বারের সভাপতি এ্যাড. আহসানুল করিম লাছুর সভাপতিত্বে সকাল সোয়া ১০টার দিকে বার ভবনের সম্মুখে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে শোকসভা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধুসহ স্বপরিবারে নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও কালো পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুসহ নিহতজনদের স্মরণে গভীর শোক ও সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালন হয়।
গাইবান্ধা বারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন করেন জেলা বারের সভাপতি এ্যাড. আহসানুল করিম লাছু ও সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু।
জজশীপের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন গাইবান্ধা জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০২ এঁর জজ আব্দুর রহমান ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুল খবিরসহ অন্যান্য বিচারকবৃন্দ।
পুষ্পস্তবক অর্পন করেন জেলা জাসদের পক্ষে এ্যাড. শাহ জামিল ও এ্যাড. মোঃ আলী প্রামাণিক। বক্তব্য রাখেন, বিজ্ঞ জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক, গাইবান্ধা বারের সিনিয়র আইনজীবি ও সাবেক সভাপতি এ্যাড. সৈয়দ শামস-উল আলম হীরু, গাইবান্ধা বারের সাবেক সভাপতি ও বিজ্ঞ পি.পি এ্যাড. ফারুক আহম্মেদ প্রিন্স প্রমূখ।
পরবর্তীতে বেলা ২ ঘটিকায় বারের সভাপতি এ্যাড. আহসানুল করিম লাছুর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সর্বজনাব এ্যাড. আবু আলা মো. সিদ্দিকুল ইসলাম রিপু (দুদক পিপি), এ্যাড. সুলতান আলী মন্ডল, এ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ, এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, এ্যাড. মহিবুল ইসলাম সরকার মোহন (বিশেষ পিপি), এ্যাড. আশরাফ আলী, এ্যাড. নূরুল ইসলাম প্রধান ও এ্যাড. জি.এস.এম আলমগীর প্রমূখ।
আলোচনা সভা সঞ্চালনা করেন, বারের যুগ্ম সম্পাদক এ্যাড. সরওয়ার হোসেন বাবুল।
দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, এ্যাড. ফারুকুল ইসলাম ও শেষে দোয়া পাঠ করেন, এ্যাড. রুহুল আমিন।

