গাইবান্ধা জেলায় শ্রেষ্ঠ বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্র
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধায় প্রতি মাসের ন্যায় পুলিশ লাইন্স ড্রিলসেডে জেলা পুলিশের এপ্রিল/২১ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোর্য়াটার) আবু খায়ের এর সঞ্চালনায় বুধবার (১৯ মে) বেলা ১২ টা পর্যন্ত সভার কার্যক্রম চলে।
সভায় এপ্রিল ‘২১ মাসের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য সর্বমোট ৮ জনকে পুরষ্কৃত করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
পুরস্কৃত ৮ জনের মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার হোসেন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এসআই শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ তদন্ত কেন্দ্র হিসেবে গোবিন্দগঞ্জ থানার বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জী ও শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ হিসেবে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানকে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
কল্যাণ সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল আবু লাইচ মো. ইলিয়াস জিকু, এএসপি প্রবেশনার তাপস কর্মকার সহ সকল থানার অফিসার ইনচার্জ, ওসি ডিবি, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, তদন্ত কেন্দ্রের ইনচার্জ বৃন্দ সহ পুলিশ লাইন্স ও থানা হতে আসা এসআই, এএসআই এবং পুলিশ সদস্য বৃন্দ।
জেলা পুলিশের কল্যাণ সভা শেষে দুপুর ১ টায় পুলিশ অফিস কনফারেন্স রুমে এপ্রিল ‘২১ মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

