গাইবান্ধায় সাবেক যুবলীগ নেতা লিখন হত্যার প্রতিবাদে বন্ধু মহলের সংবাদ সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধায় সাবেক জেলা যুবলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন হত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লিখনের বন্ধু মহল।
রোববার (৮ আগস্ট) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আ্হসান হাবীব রাজিব বলেন, গত ৪ আগস্ট স্থানীয় হকার্স মার্কেটে আমের দাম দর সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মঞ্জুরুল হাসান লিখনের ওপর অতর্কিত হামলা চালায় আসামীরা। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা সকল আসামীর দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ সভাপতি সরদার শহীদ হাসান লোটন, জাসদ নেতা খাদেমুল ইসলাম খুদি ও সুজন প্রসাদ, সাবেক ছাত্রনেতা ওয়াজেদ হাসান শাওন ও আওয়ামীলীগ নেতা খান মুহাম্মদ সাঈদ হাসান জসীম সহ লিখনের বন্ধুমহল।

