গাইবান্ধায় সাংবাদিককে মারধর সহ মিথ্যা মামলার প্রতিবাদে কাল মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি;
বিগত সময়ে গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিহৃিত দূর্নীতির মহানায়ক আতাউর রহমান আতা ও তার জামাতা আশরাফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির সংবাদ প্রকাশ হয়।
এরই জেরে দৈনিক মানবজমিন পত্রিকার ও মাছরাঙ্গা টিভির সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, আনন্দ টিভির মিলন খন্দকার ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক রবিন সেন এর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা চালায়।
অপরদিকে, গোবিন্দগঞ্জ উপজেলায় খন্দকার ঠিকাদার প্রতিষ্ঠানের প্রায় দুই কোটি ৩০ লাখ টাকার কাজের অনিয়মের সংবাদ প্রকাশের জের ধরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতির ভাগ্নে ঠিকাদার মোস্তাফিজুর রহমান আঙ্গুর সহ আরও ৩/৪ জন পূর্বপরিকল্পিতভাবে দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি এনামুল হকের ওপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে মারধর করে।
সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হামলার প্রতিবাদে পলাশবাড়ী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আগামীকাল (১৮ নভেম্বর) শুক্রবার বিকাল ৩ ঘটিকায় পলাশবাড়ী চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হবে।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করবেন, পলাশবাড়ী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাভেদ হোসেন সাধারণ সম্পাদক প্রেসক্লাব গাইবান্ধা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন, রবিউল ইসলাম পাতা, সভাপতি পলাশবাড়ী প্রেসক্লাব ও শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপোর্টার্স ইউনিটি পলাশবাড়ী, গাইবান্ধা৷
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখবেন, পলাশবাড়ী প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সকল নেতৃবৃন্দ সহ জেলার বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীবৃন্দ।
মানববন্ধনে পলাশবাড়ী উপজেলায় কর্মরত সকল গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের সচেতন জনতাকে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হইল।

