গাইবান্ধায় সরকারি সেবা প্রাপ্তি ও প্রান্তিক জনগোষ্ঠী শীর্ষক মতবিনিময় সভা
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধায় নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে সরকারি সেবা প্রাপ্তি ও প্রান্তিক জনগোষ্ঠী শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় বাংলাদেশ জয়ভীম ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি কৃষ্ণ কর্মকার এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সচেতনতামূলক অনুষ্ঠানে আলোচনা করেন, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, মানবাধিকার নাট্য পরিষদ, গাইবান্ধা জেলা সভাপতি মো. আলম মিয়া, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, দলিত নারী নেত্রী তাপসী রবিদাস, সুবাসী রবিদাস ও প্রিয়াংকা রবিদাস প্রমুখ।
আলোচকরা বলেন, দলিত নারীরা অন্যান্য জনগোষ্ঠী থেকে অনেক পিছিয়ে আছে, তাদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য সরকারি সেবাসমূহ জানা জরুরী। সরকার এসডিজি বাস্তবায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দিচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান কি ধরণের সেবা প্রদান করে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সাথে সকল সেবদানকারী প্রতিষ্ঠানকে প্রান্তিক এই জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও উন্নয়নে আসতে হবে।

