গাইবান্ধায় শেষ হলো আদিবাসী ও দলিত নারীদের পাঁচ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৪ PM, ১৭ জানুয়ারী ২০২২

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধায় শেষ হলো আদিবাসী ও দলিত নারীদের জীবনমান উন্নয়নে অবলম্বনের পাঁচ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ।

গাইবান্ধায় ইউএনডিপি-হিউম্যান রাইটস্ এন্ড জাস্টিস প্রোগ্রাম ও সুইস দুতাবাসের সহযোগিতায় আদিবাসী ও দলিত নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ৫ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষ হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা অবলম্বন কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তর গাইবান্ধার উপপরিচালক মো. ফজলুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংস্কৃতিকর্মী ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম, গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ঘাগোয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, গাইবান্ধা জেলা বারের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সমাজসেবা অধিদপ্তর গাইবান্ধার নিবন্ধন কর্মকর্তা মিজানুর রহমান মল্লিক, ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, সাবেক প্যানেল মেয়র জি.এম. চৌধুরী মিঠু, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী, উন্নয়নকর্মী সহিদুল ইসলাম, সমাজকর্মী গোলাম রব্বানী মুসা, সমাজকর্মী এ্যাড. বিপুল সরকার, নারী নেত্রী অঞ্জলী রানী দেবী, মাজেদা খাতুন, শিরিন আক্তার,, মানবাধিকারকর্মী অশোক সাহা ও আহাদুজ্জামান রিমু প্রমুখ।

বক্তারা বলেন, আদিবাসী ও দলিত নারীরা অন্যান্য জনগোষ্ঠী থেকে অনেক পিছিয়ে আছে, তাদের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানে এই প্রশিক্ষণ ভ‚মিকা রাখবে। সরকারও এসডিজি বাস্তবায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে গুরুত্ব দিচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রান্তিক এই জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও উন্নয়নে এগিয়ে আসতে হবে।

এ প্রশিক্ষণে আদিবাসী ও দলিত ২০জন নারীকে সেলাই প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সনদপত্র, সেলাই মেশিন ও অন্যান্য সেলাই উপকরণ প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :