গাইবান্ধায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২২ PM, ২৮ ফেব্রুয়ারী ২০২১

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধা শহরের  (ডিবি রোড) বাসস্ট্যান্ড হতে রেলগেট পর্যন্ত সড়কের দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা গুড়িয়ে দিয়েছে সড়ক ও পথ বিভাগ।

রোববার (২৮ ফেব্রুয়ারী) জেলা সড়ক ও জনপদ বিভাগ সকালে এ অভিযান শুরু করে। অভিযানে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান মিয়া।

এসময় সাংবাদিকদের তিনি বলেন, ইতোপূর্বে অবৈধভাবে গড়ে ওঠা এসব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য অনেকবার নোটিশ দেয়া হয়েছে। অবৈধ দখলদাররা কোন পদক্ষেপ না নেওয়ায় মাইকিং করা হয়েছে। তাতেও কাজ হয়নি। ফলে জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আখতার জানান, ১৯৬২ সালের আগেই এই জমিগুলো অধিগ্রহণ করেছে সরকার। সড়ক ও জনপথ বিভাগের এটি নিজস্ব জায়গা। আমরা আমাদের নিজস্ব জায়গাতেই কাজ করছি। দখলকৃত ব্যক্তিরা তাদের স্থাপনা সরিয়ে না নেওয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

আপনার মতামত লিখুন :