গাইবান্ধায় মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক মামলায় জহুরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
রোববার (৬ ফেব্রুয়ারী) দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায় ,গোবিন্দগঞ্জ পৌর এলাকার রুজবুক বোয়ালিয়ার বাসিন্দা জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। ২০১৯ সালের ২জুন মাদক বিক্রি করতে গিয়ে পৌর বাজার এলাকায় ২৫০ গ্রাম হেরোইনসহ পুলিশের হাতে ধরা পড়েন জহুরুল। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়।
মামলার দীর্ঘ শুনানির পর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক জহুরুল ইসলামকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাড. ফারুক আহম্মেদ প্রিন্স।

