গাইবান্ধায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:২৩ PM, ২০ মার্চ ২০২১

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধায় ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (২০মার্চ) সকাল ১১টায় এলাকাবাসীর উদ্যোগে সদর উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার থেকে কালিরবাজার রাস্তায় নির্মিত বাঁশের সাঁকো সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গিদারী শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার ভুক্তভোগী বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, গাইবান্ধা সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জাহাঙ্গীর মাস্টার, জেলা সিপিবির সদস্য মশিউর রহমান মইশাল ও উত্তর গিদারী শাখা সিপিবির সম্পাদক জাহাঙ্গীর মন্ডল সহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রায় ১৫ বছর আগে বন্যার পানির তোড়ে ব্রীজটি ভেসে যায়। এরপর দীর্ঘদিনও ব্রীজটি নির্মাণের উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কেউ।

বক্তারা আরও বলেন, ইউনিয়নবাসী বড় একটি অংশের মানুষ এই পথে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাতায়াত করে থাকে। তাই ব্রীজটি আমরা দ্রুত নির্মাণের দাবি জানাই।

অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।

আপনার মতামত লিখুন :