গাইবান্ধায় বিশ্ব মা দিবস পালিত

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০৯ PM, ০৮ মে ২০২২

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

“শেখ হাসিনার বারতা’ নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাদেকুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মোছাঃ নার্গীস আক্তার, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির ও গাইবান্ধা পৌর মেয়র মো. মতলুবর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সংসদ সদস্য স্বপ্নজয়ী ৫জন মা মোছা: মৌসুমি বেগম, মোছা: সেলিনা বেগম, মোছা: লাভলী বেগম, মোছা: পারুল বেগম ও মোছা: ফরিদা বেগমকে ক্রেষ্ট, সম্মানা পত্র ও নগদ অর্থ তাদের হাতে তুলে দেন।

আপনার মতামত লিখুন :