গাইবান্ধায় বিরোধপূর্ণ জমিতে ইপিজেড নির্মাণ বন্ধের দাবিতে বিক্ষোভ সাঁওতালদের
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধায় ইপিজেড নির্মাণ বাস্তবায়ন কমিটির সঙ্গে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুরুদ্ধার সংগ্রাম কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে মঙ্গলবার সকালে এ আলোোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দুপক্ষের আলোচনা ফলপ্রসু না হওয়ায় ভূমি পুরুদ্ধার সংগ্রাম কমিটির পক্ষ থেকে আলোচনা বয়কট করা হয়।
এরপর ইপিজেড নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সাঁওতালদের একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিন্দ্রনাথ সরেন, গাইবান্ধা আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক ও জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, গাইবান্ধা ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা মৃণাল কান্তি বর্মন, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহসাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, সদস্য ময়নুল ইসলাম, আদিবাসী নেত্রী প্রিসিলা হেমব্রম ও সুচিত্রা মুর্মু তৃষ্ণা প্রমুখ ।

