গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১৭ PM, ০২ সেপ্টেম্বর ২০২১

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধায় বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ও গিদারী ইউনিয়নে সাম্প্রতিক সৃষ্ট বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ করা হয়৷

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে কামারজানি ইউনিয়নের খাড়জানি চরে অসহায় সাম্প্রতিক সৃষ্ট বন্যা, নদী ভাঙ্গন ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ৫০০ টাকা ও মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার গুলো বিতরণ করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাহিদুর রহমান সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, কামারজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম জাকিরসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল মতিন বলেন, বর্তমান সরকার পর্যাপ্ত পরিমাণে অসহায় দুঃস্থ দের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়ে সাহায্য করছেন এবং চরাঞ্চলবাসি আপনাদের যে কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

তিনি আরো বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সবাই কে করোনা টিকা দিতে হবে, আপনার সন্তান যেনো মাদকে লিপ্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে , বাল্য বিবাহ থেকে বিরোধ থাকতে হবে।

 

আপনার মতামত লিখুন :