গাইবান্ধায় ফোরলেন রাস্তার কাজে অনিয়ম বন্ধ ও হাসপাতালে আইসিইউ স্থাপনসহ সেবার মান উন্নত করার দাবি

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৮ AM, ২৭ জুন ২০২১

Spread the love

গাইবান্ধায় নাগরিক মঞ্চের মানববন্ধন;
ফোরলেন রাস্তার কাজে অনিয়ম বন্ধ ও হাসপাতালে
আইসিইউ স্থাপনসহ সেবার মান উন্নত করার দাবি

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধা শহরের ফোরলেন রাস্তার কাজে অনিয়ম-দুর্নীতি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রতিবাদে এবং জেনারেল হাসপাতালে আইসিইউ, কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ইউনিট স্থাপনের দাবিতে মানববন্ধন রোববার দুপুরে গানাসাস মার্কেটের সামনে নাগরিক মঞ্চের ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

নাগরিক মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান র‌্যাফেলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, গণফোরাম জেলা সভাপতি ময়নুল ইসলাম রাজা, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, মানবাধিকার কর্মী অঞ্জলি রানী দেবী, বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক শামীম আরা মিনা প্রমুখ।

বক্তারা ফোরলেন নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার তীব্র প্রতিবাদ জানান এবং এ বিষয়ে জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলীর তদারকিতে গাফলতিরও সমালোচনা করেন। সেইসাথে বক্তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদ করেন এবং অবিলম্বে হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ ইউনিট ও কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ স্থাপন করার দাবি জানান।

আপনার মতামত লিখুন :