গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধায় নেশা জাতীয় ৯০০ পিচ ইনজেকশন সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে
গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড়ে ডিবি পুলিশের ওসি মো. তৌহিদুজ্জামান- এর নেতৃত্বে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের উপজেলার কাটামোড়ে অভিযান চালিয়ে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী নৈশকোচ শ্যামলী, এন আর ট্রাভেলস এর যাত্রী আসামি আনজুয়ারা বেওয়া (৫৫) স্বামী মৃতঃ গোলাম মোস্তফা, গ্রাম ঘাসুরিয়া, থানা হাকিমপুর জেলা দিনাজপুর এর নিকট হইতে ৯০০ পিস নেশাজাতীয় অবৈধ Injection Buprenorphine I.P (manufactured in India) উদ্ধার করা হয়।
প্রতিটি নেশা জাতীয় ইনজেকশন এর বাজার মূল্য ৫০০ টাকা। উদ্ধারকৃত মাদকের মোট বাজার মূল্য ৪,৫০০০০/ (চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা। পরবর্তীতে আসামির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে মামলা করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।