গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে ছেলের হাতে মা খুন
গাইবান্ধা প্রতিনিধি;
গাইবান্ধায় নেশার টাকা না পেয়ে মাকে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ছেলের বিরুদ্ধে বাবা আব্দুস সাদেক বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা করেছেন। সোমবার দিবাগত রাতে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের থানসিংহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, থানসিংহপুর গ্রামের আব্দুস সাদেকের ছেলে শাওন (৩৬) দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। মাদকাসক্ত শাওন তার মায়ের কাছে নেশার টাকা চায়। এসময় টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে তার মা খাতিজা বেগমকে বেদম মারপিট করে। মারপিটে ছেলেকে বাধা দিতে গেলে তার বাবাকেও মারপিট করে শাওন। স্থানীয়রা আহত অবস্থায় খাতিজা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই মারা যান।
গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজুর রহমান জানান, ছেলে শাওনের বিরুদ্ধে তার বাবা মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

