গাইবান্ধায় ছাত্র ইউনিয়নের ২৭ তম সম্মেলন

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৮ PM, ০৩ সেপ্টেম্বর ২০২২

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার ২৭ তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার স্থানীয় পৌরপার্কের বিজয় স্তম্ভে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি নজীর আমিন চৌধুরী জয়।

জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তাহমিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতার পরিচালনায় সম্মেলনে অতিথি হিসেবে বক্তব্য দেন, উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক নাট্য ব্যক্তিত্ব জামসেদ আনোয়ার তপন, ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি তুহিন কান্তি দাস, কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি অনিক রায়, বগুড়া জেলা সংসদের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন প্রমুখ।

সম্মেলনে কবিতা আবৃত্তি করেন দেবাশীষ দাশ দেবু, সংগীত পরিবেশন করেন রণজিৎ সরকার ও তুহিন কান্তি দাস এবং নৃত্য পরিবেশন করেন সাহেবগঞ্জ-বাগদাফার্ম আঞ্চলিক কমিটির শিল্পীবৃন্দ। পরে তাহমিদ চৌধুরী সভাপতি ও মৈত্রেয় হাসান জয়িতাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট জেলা সংসদ গঠন করা হয়।

আপনার মতামত লিখুন :