গাইবান্ধায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১০

DBCNEWS24DBCNEWS24
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:১৩ PM, ১৪ অগাস্ট ২০২১

Spread the love

গাইবান্ধা প্রতিনিধি;

গাইবান্ধায় সম্প্রতি তিনটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা জেলা পুলিশ।

এরমধ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের সুজন মাঝি হত্যাকাণ্ডের ঘটনায় চারজন, সদর উপজেলার কিশামত মালিবাড়ি ইউনিয়নের ঝাউবাড়ি এলাকার গার্মেন্টস কর্মী নান্নু মিয়া হত্যায় জড়িত পাঁচজন এবং সম্প্রতি গাইবান্ধা শহরে সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন হত্যাকান্ডে জড়িত মামুন সহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ আগস্ট) বিকেল ৫টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

তিনি আরও জানান, এক মাসের ব্যবধানে এসব হত্যাকাণ্ডগুলো ঘটায় জেলায় চাঞ্চল্যের সৃষ্টি হলে মাঠে নামে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ক্লুলেস এসব হত্যাকান্ডে জড়িতদের বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার করতে সমর্থ হয় পুলিশ। তাদের দেয়া তথ্য অনুযায়ী অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন :