গাইবান্ধায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৪
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি;
গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা- রংপুর মহাসড়কের উপজেলার উত্তর বাসস্ট্যান্ড এলাকায় (পেট্রোল পাম্পের সামনে) এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ধাপেরহাট থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে পলাশবাড়ী অভিমুখি যাচ্ছিলো। এসময় উত্তর বাসস্ট্যান্ড এলাকায় (পেট্রোল পাম্পের সামনে) সিএনজিটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান সিএনজি চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালকসহ তিনজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ আরও চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাৎক্ষণিক নিহতের ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে পলাশবাড়ী ফায়ার সার্ভিস টিম,পলাশবাড়ী থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ উদ্ধার অভিযান চালায়। পরে মরদেহগুলো গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

